বুধবার, ২৩ মার্চ, ২০১৬

গুগল সার্চ এর ৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল! অবশ্যই দেখুন কাজে লাগবে



দৈনন্দিন কাজে আমাদের নানা তথ্যের প্রয়োজন পড়েসঠিক তথ্যের জন্য বইয়ের জুড়ি নেইকিন্তু ক্ষেত্র বিশেষে বইপত্র ঘাঁটাঘাঁটিরও সময় পাওয়া যায় না ফলে অবধারিত হতে হয় দ্বারস্থ হতে হয় গুগল সার্চ ইঞ্জিনেরসেজন্য আবার জানা থাকা চাই বেশ কিছু কৌশলসঠিক কায়দা না জানলে গুগল থেকে তথ্য খুঁজে বের করা বেশ কষ্টকরদৈনন্দিন কাজে আমাদের নানা তথ্যের প্রয়োজন পড়েসঠিক তথ্যের জন্য বইয়ের জুড়ি নেইকিন্তু ক্ষেত্র বিশেষে বইপত্র ঘাঁটাঘাঁটিরও সময় পাওয়া যায় নাফলে অবধারিত হতে হয় দ্বারস্থ হতে হয় গুগল সার্চ ইঞ্জিনের সেজন্য আবার জানা থাকা চাই বেশ কিছু কৌশলসঠিক কায়দা না জানলে গুগল থেকে তথ্য খুঁজে বের করা বেশ কষ্টকর

এই টিউটোরিয়ালে গুগল সার্চের পাঁচটি কৌশল তুলে ধরা হলো

শব্দের অর্থ জানা
গুগলে সার্চ করে যে কোন শব্দ সম্পর্কেই জানা যাবেগুগল থাকলে ডিকশনারির দরকার পড়ে নাকোনো শব্দের অর্থ জানতে প্রথমে লিখতে হবে define:, এরপর যে শব্দের অর্থটি জানাতে হবে তা উল্লেখ করতে হবেউদাহরণ: define: Bangladesh

খাদ্যের তুলনা
খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিনকোন খাবারে কি পুষ্টিগুণ আছে তা গুগলে সার্চ করে জানা সম্ভবচাইলে দুইটি খাবারের মধ্যে তুলনাও করা যাবেএর জন্য গুগল সার্চে গিয়ে খাবার দুটির নামের মাঝে ‘vs’ ব্যবহার করতে হবেউদাহরণ, burger vs pizza

সিরিয়াল কি সার্চ
নেট থেকে কোনো ফ্রি সফটওয়্যার ডাউনলোড করলে অনেক সময়ই দেখা যায় তা ট্রায়াল ভার্সনে থাকেডাউনলোড করা সফটওয়্যারটি অ্যাক্টিভেট রাখতে হলে প্রয়োজন হয় সিরিয়াল কিগুগল দিয়ে এই সিরিয়াল কি খুব সহজেই খুঁজে বের করা যায় সিরিয়াল কির জন্য সার্চের শুরুতে 94fbr কোডটি লিখে স্পেস দিয়ে যে সফটওয়্যারটির সিরিয়াল কি চান তার নাম লিখতে হবেযেমন: 94fbr ESET

শুধু রেসিপি
যে কোনো রেসিপি বা খাবারের নাম লিখে সার্চ দিনসার্চ বক্সের ঠিক নিচে সার্চ টুলসনামে একটি অপশন আছে, সেখান থেকে উপাদান, রান্নার সময়, ক্যালরি ইত্যাদি দেখতে পাবেনডায়েটের দিকে খেয়াল রেখে যারা রেসিপি বানাতে চান এই টুলটি তাদের কাজের আসবে

টস করা
যদি কোনো কারণে টস করা দরকার হয়, হাতের কাছে কয়েন নেই? সার্চ-বক্সে লিখুন ফ্লিপ অ্যা কয়েনগুগল আপনার জন্য কয়েন টস করে র্যা ন্ডম ফলাফল জানিয়ে দেবে


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: